Description
‘স্বামী বিবেকানন্দ শতবর্ষ বিবেকানন্দ’ প্রকাশিত ও জনগ্রি। শ্রীরামকৃষ্ণ ও শ্রীশ্রীমায়ের অনুরূপ ৩ প্রকাশন’-এর অন্যতম সচিত্র গ্রন্থ ‘শিশুদের যায় করিয়া শিশুদের প্রিয় হইবার পর হইতেই এর জীবনী প্রকাশের জন্য আমাদের নিকট বহু অনুরোধ আসে। সর্বস্তরের বিদ্যা। নিকট, বিশেষ করিয়া অতি নমনীয়-চিত্ত শিশুদের নিকট তাহাদের উপযো করিয়া ভারতীয় উচ্চচিন্তাগুলির পরিবেশন স্বামীজীর ইন্দিত ছিল। একথা আখয়া এবং অবতার বা অবতার-কল্প পুরুষের জীবনী ইহা করিবার অন্যতম ৪৬০ ধাম জানিয়া আমরা এই কাজটিকে পরম শ্রদ্ধার চক্ষে দেখিলেও অর্থাভাবের। এতদিন শিশুদের উপযোগী এই সচিত্র পুস্তকটি প্রকাশ করা সম্ভব হয় না ‘আামাদের রাজকোট, ত্রিচূড় ও ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রায় এই গ্রন্থটি বাংলার সহিত একযোগে গুজরাটী, মালয়ালম ও ওড়িয়া ভাষাও বাদ প্রকাশ করার প্রস্তাবে সানন্দে সম্মত হওয়ায় সকলের সমবেত প্রচেষ্টাতে। পুস্তকটি প্রকাশ করা সম্ভব হইয়াছিল। পরে উদ্বোধন কার্যালয় হইতে গ্রন্থটির সংকোজী, ব্যাঙ্গালোর আশ্রম হইতে কানাড়ী, দেওঘর আশ্রম হইতে হিন্দি এবং গৌজাটা আশ্রম হইতে অহমিয়া ভাষায় অনুবাদও প্রকাশিত হইয়াছে।
শ্রীরামকৃষ্ণের কৃপায় শিশুদের হাতে ‘শিশুদের রামকৃষ্ণ’ তুলিয়া দিতে পারিয়া আমরা গভীর তৃপ্তিলাভ করিয়াছি। ইহা তাহাদের প্রিয় হইলে আমাদের শ্রম সার্থক হইবে।
আমাদের জাতির চিরন্তন আদর্শ-মানবজাতিরই গভীরতম মর্মবাণী-আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণরূপে মূর্ত হইয়াছে। তাঁহার জীবন ও বাণী শুধু ভারতবাসীরই নয়, পৃথিবীর সব মানুষেরই আধুনিক যুগের সর্ববিধ সমস্যাসঙ্কুল জীবনপথে বিপুল আলোক সম্পাতকারী। মানুষের ব্যষ্টি-জীবনে চিরকাম্য শান্তি ও নবযুগে সমষ্টিজীবনে বিশেষ কাম্য বিশ্বপ্রেম ও সমদৃষ্টি লাভ করিবার নিশ্চিত পথের সন্ধানও আমরা শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীতেই পাই: তাঁহার সামান্য স্পর্শও শিশুমন লাভকরুক, ইহাই তাঁহার চরণে প্রার্থনা।
উদ্বোধন কার্যালয়







Reviews
There are no reviews yet.